রিভিউ : NETGEAR JWNR-2010 ওয়ারলেস রাউটার

Netgear JWNR2010 Router Price in Bangladesh.

বাংলাদেশের  জনপ্রিয় রাউটার ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হল নেটগিয়ার। হোম ইউজার দের জন্য নেটগিয়ার এর অনেক গুলো মডেল এর রাউটার বাজারে আছে Netgear  JWNR-2010 তেমনি একটি মডেল। লং রেঞ্জ রাউটার হিসেবে এই রাউটার টি বেশ জনপ্রিয় । ২৫০০ থেকে ৩০০০ স্কয়ার ফিট ফ্লাট  বা  বাড়ির জন্য এই রাউটারটি আদর্শ রাউটার।

Netgear Router Price in Bangladesh
Netgear Router Price in Bangladesh

নেটগিয়ার -রাউটারের হার্ডওয়্যার ফিচার –

  • এতে ১০/১০০ এমবিপিএস এর ৪ টি ল্যান পোর্ট এবং ১ টি ওয়ান পোর্ট আছে
  • রাউটারটিতে ২ টি ৫ ডিবিআই এর অমনি ডিরেকশোনাল অ্যান্টেনা আছে
  • এতে একটি রিসেট বাটন,একটি ওয়াপ বাটন ,একটি পাওয়ার অন/অফ বাটন এবং একটি ওয়ারলেস অন/অফ বাটন দেয়া আছে।
  • এটি ডিসি ১২ ভোল্ট চলে

নেটগিয়ার  -রাউটারের সফটওয়্যার ফিচার –

  • এর ওয়ারলেস স্ট্যান্ডার্ড IEEE 802.11n, IEEE 802.11g, IEEE 802.11b।
  • অপারেশন ফ্রিকোয়েন্সি 4-2.4835GHz।
  • এতে আছে 64/128/152-bit WEP / WPA / WPA2, WPA-PSK / WPA2-PSK অপশন
  • ব্যান্ড উইথ কন্ট্রোল করার জন্য আছে কিউওএস অপশন।
  • এটা Dynamic IP/Static IP/ PPPoE / PPTP/L2TP/Big Pond
  • এটা দিয়ে পোর্ট ফরওয়ার্ডিং এবং ট্রিগারিং করা যায়।
  • এক্সেস কন্ট্রোল এর জন্য এতে আছে Parental Control, Local Management Control, Host List, Access Schedule, Rule Management অপশন

নেটগিয়ার – রাউটারের  বিশেষ সুবিধা সমূহ –

  • দীর্ঘ ওয়াইফাই কাভারেজ – এর হাই পাওয়ার অ্যামপ্লিফায়ার এবং হাই গেইন অ্যান্টেনা আপনাকে দেবে সর্বচ্চ ৪০০০ স্কয়ার ফিট ওয়াইফাই কাভারেজ।
  • ওয়াল পেনেট্রেটিইং টেকনোলোজি – এর ওয়াল পেনেট্রেটিইং টেকনোলোজি ওয়াল বা যেকোনো বাধা ভেদ করে ওয়াইফাই প্রবেশ করতে পারে আর তাতে দূর হয় ডেড জোনের।
  • একের মধ্যে তিন – নেটগিয়ারএর এই রাউটারটি যেমন রাউটার হিসেবে কাজ করে তেমনি এক্সেস পয়েন্ট এবং রিপিটার হিসেবেও কাজ করে।

শেষ কথা – যদি সব দিক থেকে এই রাউটারটিকে বিবেচনা করেন তবে একটি দিকই অসামঞ্জস্যপূর্ণ পাবেন ,সেটা হল এর দাম। বাজারের অন্য রাউটার থেকে এর দাম কিছুটা বেশি ,কিন্তু আপনি যদি নিরবিচ্ছন্ন ওয়াইফাই কানেকশন উপভোগ করতে চান তবে এই রাউটারটি কেনার কথা আপনি ভেবে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *