রিভিউ : TP-LINK TL-WR941HP ওয়ারলেস রাউটার

TP-LINK TL-WR941HP Router Price in Bangladesh

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাউটার ব্র্যান্ড হল টিপিলিঙ্ক। হোম ইউজার দের জন্য টিপিলিঙ্কএর অনেক গুলো মডেল এর রাউটার বাজারে আছে  ,TP-LINK TL-WR941HP তেমনি একটি মডেল। লং রেঞ্জ রাউটার হিসেবে এই রাউটার টি বেশ জনপ্রিয় । 4500 থেকে 5000 স্কয়ার ফিট ফ্লাট  বা  বাড়ির জন্য এই রাউটারটি আদর্শ রাউটার।

TP-LINK TL-WR941HP Router Price in Bangladesh

টিপিলিঙ্ক  TP-LINK TL-WR941HP -রাউটারের হার্ডওয়্যার ফিচার –

  • এতে ১০/১০০ এমবিপিএস এর ৪ টি ল্যান পোর্ট এবং ১ টি ওয়ান পোর্ট আছে
  • রাউটারটিতে ৩ টি ৯ ডিবিআই এর অমনি ডিরেকশোনাল অ্যান্টেনা আছে
  • এতে একটি রিসেট বাটন,একটি ওয়াপ বাটন ,একটি পাওয়ার অন/অফ বাটন এবং একটি ওয়ারলেস অন/অফ বাটন দেয়া আছে।
  • এটি ডিসি ১২ ভোল্ট চলে

টিপিলিঙ্ক  TP-LINK TL-WR941HP -রাউটারের সফটওয়্যার ফিচার –

  • এর ওয়ারলেস স্ট্যান্ডার্ড IEEE 802.11n, IEEE 802.11g, IEEE 802.11b।
  • অপারেশন ফ্রিকোয়েন্সি 4-2.4835GHz।
  • এতে আছে 64/128/152-bit WEP / WPA / WPA2, WPA-PSK / WPA2-PSK অপশন
  • ব্যান্ড উইথ কন্ট্রোল করার জন্য আছে কিউওএস অপশন।
  • এটা Dynamic IP/Static IP/ PPPoE / PPTP/L2TP/Big Pond
  • এটা দিয়ে পোর্ট ফরওয়ার্ডিং এবং ট্রিগারিং করা যায়।
  • এক্সেস কন্ট্রোল এর জন্য এতে আছে Parental Control, Local Management Control, Host List, Access Schedule, Rule Management অপশন

টিপিলিঙ্ক TP-LINK TL-WR941HP  – রাউটারের  বিশেষ সুবিধা সমূহ –

  • দীর্ঘ ওয়াইফাই কাভারেজ – এর হাই পাওয়ার অ্যামপ্লিফায়ার এবং হাই গেইন অ্যান্টেনা আপনাকে দেবে সর্বচ্চ 10000 স্কয়ার ফিট ওয়াইফাই কাভারেজ।
  • ওয়াল পেনেট্রেটিইং টেকনোলোজি – এর ওয়াল পেনেট্রেটিইং টেকনোলোজি ওয়াল বা যেকোনো বাধা ভেদ করে ওয়াইফাই প্রবেশ করতে পারে আর তাতে দূর হয় ডেড জোনের।
  • একের মধ্যে তিন – টিপিলিঙ্কএর এই রাউটারটি যেমন রাউটার হিসেবে কাজ করে তেমনি এক্সেস পয়েন্ট এবং রিপিটার হিসেবেও কাজ করে।
  • 450 এমবিপিএস স্পীড – 450 এমবিপিএস স্পীড আপনাকে দেবে 4K ভিডিও এবং অনলাইন গেমিং এর সুবিধা।

টিপিলিঙ্ক TP-LINK TL-WR941HP – রাউটারের  বিশেষ অসুবিধা সমূহ –

  • আপনি যদি সব দিক থেকে এই রাউটারটিকে বিবেচনা করেন তবে একটি দিকই অসামঞ্জস্যপূর্ণ পাবেন ,সেটা হল এর দাম। বাজারের অন্য রাউটার থেকে এর দাম কিছুটা বেশি

শেষ কথা – আপনি যদি নিরবিচ্ছন্ন ওয়াইফাই কানেকশন উপভোগ করতে চান তবে এই রাউটারটি কেনার কথা আপনি ভেবে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *