TOTOLINK N200 RE রাউটার কনফিগারেশন এবং সেটআপ পদ্ধতি

TOTOLINK N200RE 300Mbps Router Price in Bangladesh

TOTOLINK N200 RE রাউটার কনফিগারেশন এবং সেটআপ পদ্ধতি

প্রাথমিকধাপ :

রাউটার এর সাথে দেয়া এডাপটার দিয়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করুনপাওয়ার বাটন অন করুন ইন্টারনেট ক্যাবল টি রাউটারের WAN  চিহ্নিত  (বামপাশের  ) পোর্ট এ সংযোগ করুন

Router in bd

রাউটার এর সাথে দেয়া ক্যাবল টি দিয়ে রাউটার এবংডেস্কটপ কম্পিউটার বাল্যাপটপ সংযোগ দিন

দ্বিতীয় ধাপ :

আপনার ইন্টারনেট ব্রাউজার (গুগল ক্রম , মজিলা ) টি ওপেন করুন

এড্রেস বার টাইপ করুন  192.168.1.1  । রাউটার লগইন  পেজ আসবে ইউসার নেইম  এবং পাসওয়ার্ড  এ লিখুন  অ্যাডমিন (admin )যে পেইজ টি আসবে সেটি ইজি  সেটআপ(EASY SETUP )  পেইজ

router price in bd

ইজি সেটআপ পেইজেরইন্টারনেট সেটিং  (Internet  Setting)  এর  Wan  Type সিলেক্টকরুন PPPoE   User  Name  এবং Password  অপশনেআপনার ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান (ISP )  থেকে দেয়া  User  Name  এবং Password  বসান

router in bangladesh

ওয়্যারলেস সেটিং (Wireless Setting )  অপশনে :

SSID  on /  Off  অপশনে  Enable সিলেক্ট করুন

SSID অপশনে আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিন

Encryption অপশনে WAP2  Mixed  সিলেক্ট করুন

Pre- Shared Key  অপশনে আপনার পছন্দ মতো  পাসওয়ার্ড (Password ) দিন

পাসওয়ার্ড টি অবশ্যই আট সংখ্যার   বেশি হতে হবে

Totolink router in bangladesh

সবশেষে apply বাটনে ক্লিক করুন  এবং ৬৫ সেকেন্ড অপেক্ষা করুন  

এইছবিটি আসবে যার মানে এখন আপনি ইন্টারনেটএসংযুক্ত হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *