REVIEW : ASUS RT-N12+ রাউটার

Asus Router Price in Bangladesh

ASUS RT-N12+ রাউটার

আপনি যদি হোম ইউজার হয়ে থাকেন , দুটি বা তিনটি রুম ওয়াইফাই করতে এবং ৫ থেকে ৬ জন ইউজার মিলে ওয়াইফাই ইউজ করতে চান, তবে এই রাউটার টি আপনার জন্য একটি আদর্শ রাউটার। আসুন একনজরে রাউটার টির স্পেসিফিকেসন দেখে নেই-

Network Standard
CoverageMedium homes
Data Rate802.11n : up to 300 Mbps
Antenna dBi antenna x 2
Transmit/Receive2.4 GHz 2 x 2, MIMO technology
Operating Frequency2.4 GHz
Encryption64-bit WEP, 128-bit WEP, WPA2-PSK, WPA-PSK, WPA-Enterprise , WPA2-Enterprise , WPS support
WAN Connection TypeInternet connection type : Automatic IP, Static IP, PPPoE(MPPE supported), PPTP, L2TP
PortsRJ45 for 10/100 BaseT for WAN x 1, RJ45 for 10/100 BaseT for LAN x 4
ButtonWPS Button, Reset Button, Power Button
LED IndicatorPower x 1 Wireless x 1 WAN x 1 LAN x 4
Power SupplyAC Input : 110V~240V(50~60Hz) DC Output : 12 V with max. 1 A current  
Operation modeWireless router mode Access point mode
WARRANTY1 YEAR

এবার জেনে নেই  রাউটার টির বিশেষ কিছু বৈশিস্ট :

  • EZ সুইচ – আসুস আছে সম্পূর্ণ নতুন EZ সুইচ যা দিয়ে আপনি খুব দ্রুত রাউটার, রিপিটার ও এক্সেস পয়েন্ট মোডে পরিবর্তন করতে পারবেন , রাউটার এ লগইন না করেই
  • 3-in-1 রাউটার – আসুস ন ১২ রাউটারটির বড় সুবিধা হল এটি 3-in-1 রাউটার যার মানে এই রাউটার টি আপনি রাউটার,এক্সেস পয়েন্ট এবং রিপিটার হিসেবে ব্যাবহার করতে পারবেন। এটি উনিভারসেল রিপিটার হিসেবে যেকোনো রাউটার এর সাথে কাজ করে।
  • দীর্ঘ ওয়াইফাই কাভারেজ – আসুস ন ১২ রাউটারটিতে আছে দুটি ৫ ডিবি আই এন্টেনা যা দেবে আপনাকে দীর্ঘ ওয়াইফাই কাভারেজ।
  • গেস্ট ইউজার – রাউটারটির আর একটি বৈশিস্ট হল এতে গেস্ট ইউজার সেট করার অপশন আছে,যা দিয়ে আপনি একটি অস্থায়ী নেটওয়ার্ক তৈরি করতে পারবেন নিদ্রিস্ট সময়ের জন্য।
  • ইজি সেটআপ – রাউটারটির আর একটি সুবিধা হল এর সেটআপ প্রসেস , যা অন্য রাউটার থেকে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি।
  • আসুস অ্যাপ – রাউটারটিতে আছে আসুস অ্যাপ ব্যাবহার করার সুবিধা অর্থাৎ আপনি মোবাইলঅ্যাপ এর মাধমে রাউটার টি অন-অফ করতে পারবেন। নেটওয়ার্কএ কানেক্ট হতে পারবেন। নেটওয়ার্কএর ট্রাফিক কন্ট্রোল করতে পারবেন।ফার্মওয়ার আপডেট করতে পারবেন।আপনার নেটওয়ার্ক সম্পর্কিত সব ডাটা পাবেন এই অ্যাপ টির মাধ্যমে।
  • ভি পি এন সার্ভার ফাংশন – রাউটারটির অনেক ফিচার এর মধ্যে ভি পি এন সার্ভার সাপোর্ট ফাংশন টি অনেক গুরুত্বপূর্ণ

আরও বিস্তারিত জানতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *