REVIEW : মাইক্রোটিক RB941-2nd-TC ওয়্যারলেস রাউটার

Router Price in Bangladesh

মাইক্রোটিক RB941-2nd-TC ওয়্যারলেস রাউটার

বর্তমান সময়ে Cisco নেটওয়ারকিং ব্রান্ডের পর যে ব্র্যান্ডটি সবচেয়ে জনপ্রিয় সেটি হল মাইক্রোটিক(Mikrotik)। যদিও মাইক্রোটিক  আইএস পি  কম্পানি বা এন্টারপ্রাইজ সল্যুশন এর জন্য বিখ্যাত , কিন্তু মাইক্রোটিক হোম ইউজারদের জন্যও রাউটার তৈরি করে থাকে। হোম ইউজারদের জন্য মাইক্রোটিকএর রাউটার টি হল  Mikrotik RB941-2 nd–TC.

মাইক্রোটিক  RB941-2 nd–TC রাউটারের হার্ডওয়্যার ফিচার :

১। মাইক্রোটিক RB941-2 nd–TC  রাউটার এর সিপিইউ 650Mhz এর সিঙ্গেল কোর প্রসেসর

২।এতে আছে 32 এমবি র‍্যাম

৩। 2.4 Ghz এর বিল্ট ইন অ্যান্টেনা

৪। 4 ল্যান পোর্ট

৫। রাউটারে OS লেভেল 4 দেয়া আছে

৬। ইউএসবি পাওয়ার সাপ্লাই অপশন আছে

মাইক্রোটিক RB941-2 nd–TC রাউটারের সফটওয়্যার ফিচার :

১। মাইক্রোটিক RB941-2 nd–TC রাউটারটি 802.11b/g/n  সাপোর্ট করে।

২। রাউটারে OS লেভেল 4 দেয়া আছে

মাইক্রোটিক RB941-2 ndTC রাউটারের বিশেষ কিছু সুবিধা ঃ

১। ডুয়াল ওয়ান বা লোড ব্যালেন্সিং : মাইক্রোটিক RB941-2 nd–TC রাউটারের সবচেয়ে বড় সুবিধা হল এটি ডুয়াল ওয়ান সাপোর্টেড বা লোড ব্যালেন্সিং রাউটার।আপনি যদি একাধিক কোম্পানির নেট কানেকশন একটি রাউটার দিয়ে চালাতে চান তবে তা আপনি এটা দিয়ে করতে পারবেন।

২। ব্যান্ডউইথ ম্যানেজার : এই রাউটারটিকে ব্যান্ডউইথ ম্যানেজার বা কন্ট্রোলারও বলা হয়। আপনার নেটওয়ার্ক এর প্রতিটি ডিভাইস আপনি কন্ট্রোল করতে পারবেন, ভিন্ন ভিন্ন ব্যান্ডউইথ বরাদ্ধ করতে পারবেন প্রতিটি ডিভাইসএ আপনার ইচ্ছা অনুযায়ী ।

৩। ভি পি এন  বা ভি লান  নেটওয়ার্ক করার জন্য  এই রাউটার আদর্শ ।

মাইক্রোটিক RB941-2 ndTC রাউটারের অসুবিধা

১। মাইক্রোটিক RB941-2 nd–TC রাউটারের এক মাত্র অসুবিধা হল এর রেঞ্জ । এর সর্বচ্চ ওয়াইফাই কাভারেজ ১০০ মিটার

শেষকথা :

সব দিক দিয়ে আপনি যদি বিবেচনা করেন মানে Brand ,Quality এবং Price তবে এর কাছাকাছি আপনি Cisco  ছাড়া আর কোন ব্র্যান্ড পাবেন না। বাজারে গুনগত মানসম্পন্ন যে কোন রাউটার এর দাম ২০০০ থেকে ২৫০০ টাকা, আর এত অপশন সহ এই রাউটারটি মাত্র ২৩০০ টাকা। সুতরাং আপনি যদি নতুন একটি রাউটার কেনার কথা চিন্তা করে থাকেন তবে মাইক্রোটিক RB941-2 nd–TC  রাউটারটি পছন্দের সারিতে প্রথমে রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *