Mikrotik Router Basic Configuration Process

Mikrotik Router Basic Configuration Process

Mikrotik Router Basic Configuration Process

Mikrotik কি?

Mikrotik হল একটি ব্র্যান্ড এর নাম। এটি একটি লিনাক্স ভিত্তিক Router operating system. এই Router operating system দিয়ে আপনি আপনার নিজের পিসি টিকে Mikrotik Router বানিয়ে নিতে পারেন। আবার বাজারে বিভিন্ন মডেল এর Mikrotik Router Board কিনতে পাওয়া যায়। যেমনঃ RouterBOARD 450, RouterBOARD 450G, RouterBOARD 750GL, RouterBOARD RB 1100AH. ইত্যাদি

Mikrotik Router কি?

Mikrotik Router হল একটি Intelligent Router. Mikrotik router দিয়ে সাধারন Router এর সব কাজ করা যায়। কিন্তু এর পাশাপাশি Mikrotik এর বেশ কিছু ফিচার এর কারনে এটা দিয়ে নেটওয়ার্ক Administration এর কাজও করা যায়।

Mikrotik Router এর ফিচার সমূহঃ

১। DHCP Server হিসেবে কনফিগার করা যায়। যেভাবে সাধারণ ব্রডব্যান্ড Router কাজ করে।

২। নেটওয়ার্ক এর সব গুলি IP এর Bandwidth Control করা যায়। এমনকি কোন IP ছাড়াই বিভিন্ন সার্ভিস এর Bandwidth control করা যায়। যেমনঃ Mail Bandwidth, Ping bandwidth, Voice Bandwidth ইত্যাদি।

৩। Web proxy হিসেবে কনফিগার করা যায়। Web proxy দিয়ে বিভিন্ন ওয়েব সাইট ব্লক করা যায়।

৪। একাধিক ISP এর ইন্টারনেট connection একসাথে ব্যাবহার করার জন্য Load Balance/Bandwidth Marge করা যায়।

৫। একই ISP এর একাধিক সংযোগ এর মধ্যে Auto Redundancy করা যায় (একটি ডাউন হলে অন্যটি অটোমেটিক আপ)।

৬। PPPOE Server হিসেবে Configure করা যায়। যার মাধ্যমে ব্রডব্যান্ড Dialer ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব।

৭। PPPOE Client হিসেবে configure করা যায়। যার মাধ্যমে BTCL ও অন্যান্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যাবহার করা সম্ভব।

৮। নির্দিষ্ট কিছু মডেলের Mikrotik Router দিয়ে USB wimax modem, USB mobile modem এর ইন্টারনেট সার্ভিস পাওয়া সম্ভব।

৯। VPN Server এবং VPN Client হিসেবে Configure করা যায়।

১০। Advance firewall configure করা যায়।

এছাড়াও রয়েছে আরও অনেক অনেক ফিচার।

অপারেশান এর পূর্বেঃ Networking এর বেসিক, IP Address, IP Class, Subnet, Subnet Mask সম্পর্কে ধারণা থাকা অবশ্যক। …….Click Here to see Part-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *