Mikrotik CCR1036-8G-2S+EM Router in Bangladesh

Mikrotik Router Price in Bangladesh

Review: Mikrotik CCR1036-8G-2S+EM

আপনি যদি আই এস পি কম্পানি বা ইন্টারনেট বাবসা করতে চান তবে মাইক্রটিক ব্র্যান্ড হতে পারে আপনার প্রথম পছন্দ। আপনারা জানেন যে আই এস পি বিজনেস এর সাথে ব্যান্ডউইথ কন্ট্রোল বা মানেজ, লোড বালান্সিং ইত্যাদি জড়িত। আর এই কাজ গুলো করার জন্য সিসকো অথবা মাইক্রটিক এই দুটি ব্র্যান্ড ছাড়া আর কোন বিকল্প নেই। আজ আমরা মাইক্রটিকএর একটি পপুলার মডেল নিয়ে কথা বলব – Mikrotik CCR1036-8G-2S+EM আসুন দেখে নেই এই রাউটার টিতে কি কি আছে-

রাউটারের ওভারভিউ –মাইক্রোটিক CCR1036-8G-2S+EM একটি ক্লাউড কোর ব্রডব্যান্ড রাউটার যার cutting edge 36 কোর Tilera CPU। মিকোইটিকের ফ্ল্যাশপাস ডিভাইস এর বিশিষ্টতা হল অপ্রতিরোধ্য পাওয়ার এবং অপ্রতিরোধ্য কর্মক্ষমতা। আগের শীর্ষ মডেলের তুলনায় ২0 গুণ বেশি দ্রুত, এই ক্লাউড কোর রাউটার প্রতি সেকেন্ডে ২4 মিলিয়নের packets অথবা 16 গিগাবিট পর্যন্ত পূর্ণ ware speed সাপোর্ট করে। এই Mikrotik ক্লাউড কোর রাউটার একটি 1U rackmount, দুটি SFP পোর্ট, আটটি গিগাবাইট ইথারনেট পোর্ট, সিরিয়াল কনসোল, একটি ইউএসবি পোর্ট এবং 10 GbE আপলিঙ্ক সাপোর্ট করে।

Mikrotik Router Price in Bangladesh
Mikrotik Router Price in Bangladesh

মাইক্রোটিক CCR1036-8G-2S+EM – রাউটারের হার্ডওয়্যার ফিচার

১) রাউটারটিতে ১U rackmount case আছে।২) দুটি SFP + পোর্ট আছে

৩) এতে আট গিগাবিট ইথারনেট পোর্ট সাপোর্ট করে।

৪) ১টি সিরিয়াল কনসোল কেব্‌ল আছে।

৫) এছাড়া রাউটারটিতে একটি ইউএসবি পোর্ট আছে।

৬) দুটি SODIMM স্লট রয়েছে, ডিফল্টভাবে এটি ৪ গিগাবাইট RAM এর সাথে ডাটা transfer          করে।

মাইক্রোটিক CCR1036-8G-2S+EM রাউটারের সফটওয়্যার ফিচার

১) এতে এসএফপি(SFP) ডিডিআই(DDMI) অপশন আছে।

২) CPU কোর কাউন্ট ৩৬ সাপোর্ট করে।

৩) এটির RAM ১৬ গিগাবাইট।

৪) রাউটারটিতে ৪ টি ১0/১00/১000 ইথারনেট পোর্ট আছে।

৫) মাইক্রোএসডি মেমরি কার্ড ও ১টি ইউএসবি পোর্ট আছে।৬) এতে ভোল্টেজ মনিটর, CPU তাপমাত্রা মনিটর, পিসিবি(PCB) তাপমাত্রা মনিটর আছে।

৭) অপারেটিং তাপমাত্রা range – 30C থেকে + 60C।

৮) রাউটারে OS লেভেল ৬ লাইসেন্স দেয়া আছে।

৯) CPU TLR4-03680CG-12CE-A3b সাপোর্ট করে।

১০) এছাড়া ইউএসবি স্লট টাইপ মাইক্রো ইউএসবি টাইপ এবি(AB)।

১১) ব্যান্ড উইথ কন্ট্রোল করার জন্য আছে কিউওএস অপশন।

মাইক্রোটিক CCR1036-8G-2S+EM বিশেষ সুবিধা সমূহ –  The Good

CCR1036-8G-2S+EM রাউটারটিতে OS লেভেল ৬ লাইসেন্স দেয়া আছে যা 30 দিনের প্রাথমিক কনফিগারেশন সাপোর্ট করে এছাড়াও বিভিন্ন সুবিধা আছে যেমন ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট, wireless ক্লায়েন্ট এবং সেতু মোড, RIP, OSPF, আনলিমিটেড ইওআইপি(EoIP) এবং পিপিপিও(PPPoE) টানেল আনলিমিটেড PPTP, L2TP এবং OVPN টানেল, আনলিমিটেড ভিএলএএন(VLAN) ইন্টারফেস, P2P ফায়ারওয়াল এবং NAT rules, আনলিমিটেড হটস্পট ব্যবহার, ওয়েব প্রক্সি, RADIUS ক্লায়েন্ট, আনলিমিটেড Queues ইত্যাদি।

মাইক্রোটিক CCR1036-8G-2S+EM বিশেষ সুবিধা সমূহ –  The Bad

রাউটারটিতে PoE সুবিধা নেই এবং রাউটার OS এর কোনও মেমরি limit নেই.

শেষ কথা

সব দিক দিয়ে আপনি যদি বিবেচনা করেন মানে Brand ,Quality এবং Price তবে এর কাছাকাছি আপনি Cisco  ছাড়া আর কোন ব্র্যান্ড পাবেন না। যেহেতু  মাইক্রোটিক ব্যান্ডউইথ  কন্ট্রোল করার বা মানেজ করার জন্য বেশি ব্যাবহার করা হয় সুতরাং রাউটার কেনার আগে আপনাকে কিছু বিষয় ভেবে নিতে হবে , যা আমি আগামি কোন পর্বে বলব। রাউটার টি কিনতে চাইলে ভিজিট করুন।।

Mikrotik CCR1036-8G-2S+EM Router price in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *