রিভিউ : TOTOLINK A3 – মিনি ডুয়াল ব্যান্ড রাউটার

TOTOLINK N200RE 300Mbps Router Price in Bangladesh

রিভিউ : TOTOLINK A3 – মিনি ডুয়াল ব্যান্ড রাউটার

বর্তমান বাজারে যেসব ডুয়াল ব্যান্ড রাউটার পাওয়া যায় তার মধ্যে TOTOLINK A3 মিনি ডুয়াল ব্যান্ড রাউটার টি অন্যতম।  এটি একটি সাউথ কোরিয়ান ব্র্যান্ড।আপনি যদি ৩০০০ থেকে ৩৫০০ স্কয়ার ফিট ফ্লাট বা দুই  থেকে  তিনটি রুম ওয়াইফাই করতে চান এবং ডুয়াল ব্যান্ড মানে  ২.৪ ও ৫ গিগাহার্জ ব্যান্ড একই সময়ে ব্যাবহার করতে চান তবে এই রাউটার টি আপনার জন্য সঠিক রাউটার।

দেখে নেই এর ফিচার সমূহঃ

হার্ডওয়্যার ফিচার

  • ১২০০ এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাউটার।
  • এতে ১টি ওয়ান পোর্ট এবং ২ টি ল্যান পোর্ট আছে।
  • ২ টি ৫ ডি বি আই অ্যান্টেনা আছে যা মিমো টেকনোলোজি সমৃদ্ধ।
  • রিসেট বাটন, পাওয়ার পোর্ট,ওয়াল মাউন্ট পোর্ট ,হিট পাসিং সিস্টেম।
  • আকর্ষণীয় মিনি ডিজাইন

সফট ওয়্যার ফিচার

  • ২.৪ গিগাহার্জ মোডে ৩০০ এমবিপিএস এবং ৫ গিগাহার্জ মোডে ৮৬০ এমবিপিএস স্পীড পাবেন একই সময়ে ।
  • 11ac / a / b / g / n টেকনোলোজিতে  অপারেট হয়
  • এটি রাউটার ,এক্সেস পয়েন্ট এবং রিপিটার হিসেবেও ব্যাবহার করতে পারবেন
  • PPPoE, DHCP and Static IP সাপোর্ট করে।
  • নিরাপত্তার জন্য এতে আছে 64/128-bit WEP,  WPA / WPA2 and WPAPSK / WPA2PSK সিকিউরিটি সিস্টেম
  • এই রাউটারএ আপনি একাধিক SSID সেট করতে পারবেন
  • এটা দিয়ে আপনি MAC ও URL ফিল্টারিং করতে পারবেন
  • এতে আছে QoS অপশন যা দিয়ে আপনি ব্যান্ড উইদ মানেজ, ওয়েব সাইট ব্লক,কানেকশণ কন্ট্রোল করতে পারবেন
  • এটা IPV6 সাপোর্ট করে।
  • আরও আছে VPN, DDNS, WOL, Host Scan সুবিধা।
  • এই রাউটার দিয়ে আপনি IPTV উপভোগ করতে পারবেন.

টোটোলিংক  A3 মিনি ডুয়াল ব্যান্ড রাউটারটির বিশেষ বৈশিষ্ট ঃ

টোটোলিংক  A3 রাউটারটির সব চেয়ে ভাল দিক হচ্ছে এর ইজি সেটআপ অপশন ।এই অপশন দিয়ে আপনি মাত্র একটি পেইজে রাউটার টি কনফিগারেশন করতে পারবেন। দামের  দিক থেকে এটি অন্য ব্র্যান্ড এর চেয়ে দাম কম। সাধারনত সব ব্রান্ডেরই ডুয়াল ব্যান্ড রাউটার ৩০০০ টাকার উপরে কিন্তু এই রাউটারটির দাম মাত্র ২৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *